ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

সেই মুক্তিযোদ্ধার পরিবারকে অনুদান দিলেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
সেই মুক্তিযোদ্ধার পরিবারকে অনুদান দিলেন খালেদা

ঢাকা: ঢাকায় এসে আত্মহত্যাকারী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব খানের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (০২ আগস্ট) রাতে তার গুলশান কার্যালয়ে প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী খাদিজা বেগমের হাতে এ অনুদানের নগদ অর্থ তুলে দেন তিনি।

এসময় আইয়ুব খানের দুই সন্তানও উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফত, ১ম যুগ্ম-সম্পাদক সাদেক খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৫
এজেড/এটি

** ‘মুক্তিযোদ্ধাকে অপমান করেননি সচিব’
** মুক্তিযোদ্ধার আত্মহত্যার ঘটনা অনুসন্ধানে যুগ্ম-সচিব
 ** মুক্তিযোদ্ধার আত্মহননের ঘটনা তদন্তে সিআইডি
** মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিবের অপসারণ ও বিচার দাবি
** মুক্তিযোদ্ধার ‘আত্মহনন’ এর তথ্য-উপাত্ত মন্ত্রীর হাতে
** আবাসিক হোটেল থেকে মুক্তিযোদ্ধার মৃতদেহ উদ্ধার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ