ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

শোক দিবসে খালেদাকে জন্মদিনের কেক না কাটার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
শোক দিবসে খালেদাকে জন্মদিনের কেক না কাটার আহ্বান ছবি: বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মিথ্যা জন্মদিনের’ কেক না কাটার আহ্বান জানিয়েছেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

সোমবার (০৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শোক দিবসের এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।



সাহারা খাতুন বলেন, শোক দিবসে (১৫ আগস্ট) আপনি মিথ্যা জন্মদিনেরর কেক কেটে আমাদের আর কষ্ট দেবেন না। যদি কাটেন তাহলে বাংলার মানুষ আপনার উপর ক্ষেপে যাবে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে ক্ষমতায় যাওয়া যায় না। ক্ষমতায় যেতে হলে নির্বাচনে আসতে হবে।

আগামী ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএস মোজাম্মেল হক, সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।
তাঁতীলীগ আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এনাজুর রহমান চৌধুরী।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ