ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগের হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
ছাত্রলীগের হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের সামনে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের অতর্কিত হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

সোমবার (০৩ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।



বিবৃতিতে তারা বলেন, সোমবার সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বকশি বাজার কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থ‍াপিত বিশেষ আদালতে যাচ্ছিলেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের সামনে জড়ো হওয়া ছাত্রদল নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জান‍াই।
 
নেতৃদ্বয় বলেন, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে। যত আইওয়াশ করে ছাত্রলীগকে সাজানোর চেষ্টা করা হোক না কেন তারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সরে আসতে পারেনি। কোনো দিন পারবেও না। যাদের সন্ত্রাসী আক্রমনে মায়ের গর্ভে থাকা শিশু সন্তানকেও রেহাই দেওয়া হয় নি, তাদের কাছে বিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কতটুকু নিরাপদ তা দেশবাসী জ্ঞাত।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এই অবৈধ সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগ আজ সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। তাদের দমন-পীড়ন আর অত্যাচারে দেশবাসী অতিষ্ঠ। তারা দেশের সবকটি শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জিম্মি করে ফেলেছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধী ছাত্রসংগঠনের পা ফেলার সুযোগ নেই।
 
নেতৃদ্বয় আশা করেন, ছাত্রলীগ তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিহার করে সুপথে ফিরে আসবে। না হলে দেশের ছাত্র-জনতা যখন তাদের বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধ গড়ে তুলবে তখন তাদের পালানোর পথটুকুও থাকবে না।
 
এছাড়া নেতৃদ্বয় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাধারণ সম্পাদক মো. শাহ আলমকে গ্রেফতারেরও তীব্র নিন্দা জানিয়েছেন। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি চান।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ