ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

দেশব্যাপী বন্যায় সরকারের উদ্যোগ বাড়ানোর আহ্বান

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
দেশব্যাপী বন্যায় সরকারের উদ্যোগ বাড়ানোর আহ্বান

ঢাকা: দেশের বিভিন্ন এলাকায় বন্যার তীব্রতা বিবেচনায় সরকারের উদ্যোগ আরও বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ভারপ্রাপ্ত সভাপতি এম এ গোফরান ও সাধারণ সম্পাদক আভবদুল মালেক রতন।

সোমবার (০৩ আগস্ট) এক বিবৃতিতে তারা বলেন, দেশের অধিকাংশ অঞ্চল আজ পানির নিচে।

মানুষের ঘরবাড়ি, ফসল, গোলার ধান, পুকুর ও খামারের মাছ, হাঁস-মুরগি থেকে শুরু করে গোসম্পদ পর্যন্ত অনেক ক্ষেত্রে ভেসে গেছে-তলিয়ে গেছে। এমন পরিস্থিতিতে সরকারের উদ্যোগ বেশ সামান্য। এটি বৃদ্ধি করা প্রয়োজন।

আর তাই বন্যার তীব্রতা বিবেচনায় সরকারের উদ্যোগ আরও বাড়াতে আহ্বান জানান জেএসডি নেতারা।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ