ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

যশোরে যুবলীগ নেতা হত্যায় ৪০ জনের নামে চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
যশোরে যুবলীগ নেতা হত্যায় ৪০ জনের নামে চার্জশিট

যশোর : যশোর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন হত্যা মামলায় ৪০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (০৩ আগস্ট) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই)  আবুল খায়ের এ চার্জশিট দাখিল করেন।



যশোর কোর্ট পুলিশের ইন্সপেক্টর রেজাউল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, যুবলীগ নেতা আলমগীর হত্যা মামলায় রামনগর ও মুড়লী খাঁ পাড়া এলাকার ৪০ জনকে অভিযুক্ত করে ডিবি পুলিশ চার্জশিট দিয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের মধ্যে শাহীন, মহব্বত, বিসমিল্লাহ, আলিম, ফসিয়ার, মহিদুল, আলম পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

আদালত সূত্রে জানা যায়,  ২০১৪ সালের ২৫ মে সন্ধ্যায় যশোর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রাজারহাট মোড়ের জি ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা তাকে উদ্দেশ্য করে গুলি ও বোমা হামলা করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলমগীরকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে তাকে জরুরিভাবে বিমানে করে ঢাকায় নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুন আলমগীর হোসেনের মৃত্যু হয়।

আদালত সূত্রে আরও জানা যায়, আলমগীরের ওপর হামলার ঘটনায় তার ভাই এম আলতাফ বিশ্বাস বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করে মামলা করেছিলেন। কিন্তু পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আলমগীরের মৃত্যু হওয়ায় মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তিত হয়।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ