ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বিচারক সঙ্কটে বিচার ব্যবস্থা ভেঙে পড়তে বাধ্য হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
বিচারক সঙ্কটে বিচার ব্যবস্থা ভেঙে পড়তে বাধ্য হবে সুরঞ্জিত সেনগুপ্ত

ঢাকা: বিচারক সঙ্কটের কারণেই দেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়তে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।

মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুর আড়াইটায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে কমিটির মিটিং শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

 

এর আগে, জাতীয় সংসদ ভবনে সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- কমিটি সদস্য আইন মন্ত্রী আনিসুল হক, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, শামসুল হক টুকু, আব্দুল মজিদ খান, তালুকদার মোহাম্মদ ইউনুস, জিয়াউল হক মৃধা, সফুরা বেগম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সুরঞ্জিত বলেন, বিচারক সঙ্কটের কারণেই প্রতিনিয়ত মামলার জট বাড়ছে। বর্তমানে ৩০ লাখ মামলা বিচারের অপেক্ষায় রয়েছে। বিচারকহীন বিচার ব্যবস্থায় এ জট কমানো যাবে না।

বর্তমানে এক লাখ ৫২ হাজার লোকের জন্য মাত্র একজন বিচারক রয়েছেন। যেখানে যুক্তরাষ্ট্রে প্রতি ১০ হাজারে ও ভারতে প্রতি ২০ হাজারে একজন বিচারক রয়েছেন বলে তিনি জানান।

তিনি বলেন, পুলিশ-ৠাবে লোক বাড়িয়ে লাভ নেই। বিচারক না বাড়ালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভঙ্গুর ও আরও খারাপ হবে।

এজন্য করণীয় বিষয়ে আলোচনা করতে আগামী ১৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের সব বার কাউন্সিলের সদস্য ও জজদের নিয়ে মিটিং করা হবে বলে জানান তিনি।
 
বৈঠকে জানানো হয়, দেশের ১৬ কোটি জনসংখ্যার বিপরীতে অনুমোদিত বিচারকের পদ মাত্র এক হাজার ৬শ ৫৫টি। এর মধ্যে শুধু সুপ্রিম কোর্টে ৪শ ৫৭টি পদ শূন্য রয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা শেষে সারা দেশে জমে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য পর্যায়ক্রমে বিচারক নিয়োগের ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়। এজন্য করণীয় নির্ধারণে বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা ও সুপারিশমালা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে আরও জানানো হয়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্র ও সম্পুরক অভিযোগপত্রে মোট সাক্ষী ৪শ ৯১জন। ইতোমধ্যে দু’টি মামলায় ১শ ৬৭ জন করে ৩শ ৩৪ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। সাক্ষীদের সংখ্যা বেশি হওয়ায় বিচার প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে। কমিটি সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ করে মামলাটি দ্রুত নিষ্পত্তির সুপারিশ করেছে।

এ বিষয়ে কমিটির সভাপতি জানান, আগেও সংসদীয় কমিটি ২১ আগস্ট গ্রেনেড হামলা হামলা দ্রুত নিষ্পত্তির সুপারিশ করেছিল। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও মামলাটি নিষ্পত্তি হচ্ছে না। কমিটি এ ব্যাপারে আবারও তাগিদ গিয়েছে।

এ হত্যা ও সন্ত্রাসের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে মামলাটি দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
 
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ‍আগস্ট ০৪, ২০১৫/আপডেট: ১৯৫৮ ঘণ্টা
এসএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ