ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুর সিটি মেয়র মান্ন‍ানের জামিন স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
গাজীপুর সিটি মেয়র মান্ন‍ানের জামিন স্থগিত মেয়র অধ্যাপক এম এ মান্নান

ঢাকা: নাশকতার এক মামলায় গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে হাই কোর্টের দেওয়া জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত।

মঙ্গলবার (০৪ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।



চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার পতনের আন্দোলনের সময় নাশকতার অভিযোগে জয়দেবপুর থানায় এ মামলা দায়ের করা হয়।

এ মামলায় গত ২১ জুলাই হাই কোর্ট তাকে তিন মাসের জন্য জামিন দেন। হাই কোর্টের এ জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষ আবেদন করলে মঙ্গলবার চেম্বার আদালত থেকে স্থগিতাদেশ আসে।

নাশকতার বিভিন্ন মামলায় গত ১১ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন বিএনপি নেতা অধ্যাপক এম এ মান্নান।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
ইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ