ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুকে নিয়ে কোনো বির্তক চাই না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
বঙ্গবন্ধুকে নিয়ে কোনো বির্তক চাই না ছবি: জি এম মুজিবর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সবাইকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সার্বজনীনভাবে পালনের আহ্বান জানিয়ে জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশে কোনো বির্তক দেখতে চাই না। আমরা চাই যে যার যোগ্য, সেটা তার প্রাপ্য।



মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সৈয়দ আশরাফ এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১৫ আগস্ট জন্মদিন উদযাপন না করার অনুরোধ জানিয়ে আশরাফুল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন ১৫ আগস্ট নয়, তারপরও তিনি ১৫ আগস্ট জন্মদিন উদযাপন করেন।

‘আমরা চাই সবাই সার্বজনীনভাবে শোক দিবস পালন করুক। দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে। এ বিভাজন আমরা চাই না। তাই খালেদা জিয়াকে প্রস্তাব করেছি-করছি আপনি ১৫ আগস্ট আপনার জন্মদিন পালন না করে ১৬ আগস্ট কিংবা ১৭ আগস্ট পালন করেন। ’

আশরাফ বলেন, ৪০ বছর আগে বঙ্গবন্ধু শাহাদাৎ বরণ করেছেন। যারা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে নিশ্চিহ্ন করতে চেয়েছে তারা সফল হয়নি।

‘তাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুকে খুন করা নয়, তার সর্বোচ্চ অবদান এ বাংলাদেশকে নিশ্চিহ্ন করা। আমাদের মাতৃভূমি এ বাংলাদেশকে স্বাধীন করা ছিল বঙ্গবন্ধুর মহান কাজ। ’

এখন থেকে সারাদেশের সব নির্বাচিত প্রতিষ্ঠানকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে উৎসব এবং মৃত্যুদিনে শোক পালন করার আহ্বানও জানান জনপ্রশাসন মন্ত্রী।

এদিকে, বিকেল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওর্য়াড, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানে উৎসবের আমেজ বয়ে যায়।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে-সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু।

এতে আরও বক্তব্য রাখেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সংসদ সদস্য ফজলে নূর তাপস, সাগুপতা ইয়াসমিন এমিলি, সব্যসাচী লেখক সৈয়দ শামসূল হক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা আবু কাওছার, ছাত্রলীগ সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, বর্তমান ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

এতে আরও বক্তব্য রাখেন ঢাকা উত্তরের সিটি মেয়র আনিসুল হক।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
এমইউএম/আইএ

** মোস্তাক মীর জাফর, জিয়া ক্লাইভের ভূমিকায় ছিলেন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ