ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
খালেদার সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমাদ ইব্রাহিম আল দাফিরি।
 
মঙ্গলবার (০৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।


 
প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে কুয়েতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে বিদায়ী রাষ্ট্রদূতের কাছে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
 
অন্যদিকে, বিএনপি সরকারের আমলে বাংলাদেশ-কুয়েতের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে সে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিদায়ী রাষ্ট্রদূত আলী আহমাদ ইব্রাহিম আল দাফিরি।  
 
বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
এজেড/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ