ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

পেট্রোল বোমা নিয়ে বিএনপির বই প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
পেট্রোল বোমা নিয়ে বিএনপির বই প্রকাশ

ঢাকা: কয়েক মাস আগে দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে পেট্রোল বোমা নিয়ে বিএনপি বই প্রকাশ করেছে।

বুধবার (০৫ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ‘পেট্রোল বোমা সন্ত্রাস নেপথ্যে আওয়ামী লীগ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।



বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও বিএনপি নেতা আবেদ রাজা প্রমুখ।

গত ১ জুলাই বইটি প্রকাশ করেন মানবাধিকার সেল বিএনপি।

অনুষ্ঠানে খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেন, বিএনপির সফল হরতাল-আন্দোলনকে বিতর্কিত করতে সরকারের মদদপুষ্ট ছেলেদের দিয়ে পেট্রোল বোমা হামলা করানো হয়েছে। অথচ সরকার বলছে পেট্রোল বোমা হামলা করেছে বিএনপি।

এ সময় বোমা হামলার বিষয়ে পত্রিকায় প্রকাশিত সচিত্র প্রতিবেদনও দেখান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
ইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ