ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

গণমাধ্যমের স্বাধীনতা নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
গণমাধ্যমের স্বাধীনতা নেই ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ বলেছেন, বর্তমান সরকারের আমলে সত্য কথা বললে নিযাতন করা হয়, আর মিথ্যা বললে পুরস্কৃত করা হয়। এই সরকার সময়ে গণমাধ্যমের স্বাধীনতা নেই।

সরকার গণমাধ্যমের শত্রু বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

বুধবার (৫ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের আয়োজনে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি এবং বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ বলেন, বর্তমান সরকার মিথ্যার উপর প্রতিষ্ঠিত সরকার। সরকার তাদেরকে পুরস্কৃত করে যারা মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা কথা বলে, আর তাদেরকে শাস্তি দেয় যারা তার পক্ষে সত্য কথা বলার চেষ্টা করে।

মাহমুদুর রহমানের মুক্তির দাবি  গণদাবিতে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন আর শুধু সাংবাদিকরাই সম্পৃক্ত নয়। আমরা আশা করি আদালতের মাধ্যমে তিনি ন্যায় বিচার পাবেন।

আগামী ১৩ ই আগস্ট মাহমুদুর রহমানের রায়ের দিন। ওই দিন প্রেসক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন তিনি।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন, এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
টিএইচ/হিমু/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ