ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের দাবি নোমানের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের দাবি নোমানের ছবি : রাজিব /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আলোচনার মাধ্যমে সবদলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের জোর দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
 
বুধবার (০৫ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নোমান বলেন, সরকারের উচিত আলোচনার মধ্য দিয়ে অতিদ্রুত একটি সুষ্ঠু নতুন নির্বাচনের ব্যবস্থা করা। এ নির্বাচন শুধু বিএনপির দাবি নয়; এটি সাধারণ মানুষেরও দাবি।
 
সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমানসহ বিএনপির সব নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা যুবদল।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি সরকার নতুন নির্বাচনের ব্যবস্থা গ্রহণ না করে তবে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্বাচনের জন্য বাধ্য করা হবে।
 
আব্দুল্লাহ আল নোমান আরও বলেন, এ নির্বাচন কমিশনারকে (সিইসি) বাদ দিয়ে সবদলের অংশগ্রহণের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশনার দিয়ে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যেখানে জনসাধারণের মত প্রকাশের স্বাধীনতা থাকবে।
 
তিনি আরও বলেন, নতুন নির্বাচন কখন হবে, কিভাবে হবে তা সবদলের আলোচনার মাধ্যমে নির্ধারণ করতে হবে সরকারকেই।
 
এ সময় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে নোমান বলেন, বর্তমান অবৈধ সরকার আইয়ুব সরকারকেও হার মানিয়েছে। কারণ আইয়ুব সরকারের শাসনামলে বিরোধীদলের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করতে পারতেন। কিন্তু এ সরকারের আমলে যারা রাজপথে আন্দোলন করেছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ হামলা-গুম-খুন করে দমন করার চেষ্টা হয়েছে-হচ্ছে।
 
আয়োজক সংগঠনের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুল মান্নান, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
জেডএফ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ