ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

প্রবীণদের কাছে শিক্ষা নেওয়ার আছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
প্রবীণদের কাছে শিক্ষা নেওয়ার আছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রবীণরা সমাজের সম্পদ। তাদের অবজ্ঞা করবেন না।

প্রবীণদের কাছে আমাদের অনেক কিছ‍ু শিক্ষা নেওয়ার আছে।

বুধবার (০৫ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে একটি কনভেনশন সেন্টারে ‘ভয়েসেস অব দি মার্জিনালাইজড’ শীর্ষক এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।

প্রবীণ ও প্রতিবন্ধীর ওপর গবেষণার তথ্য নিয়ে সেমিনারটি আয়োজন করে বেসরকারি সংস্থা সাইটসেভাস, গণস্বাক্ষর অভিযান, হেল্প এইজ ইন্টারন্যাশনাল এবং এডিডি ইন্টারন্যাশনাল।
 
সেমিনারে কর্মক্ষম ব্যক্তিদের জন্য রাষ্ট্রীয় সহযোগিতা আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইনু।

তিনি বলেন, অতীতের সব সরকার সংবিধান বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতো। কিন্তু বর্তমানে শেখ হাসিনা সরকার সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে। তাই সংবিধান মাফিক নাগরিকদের রাষ্ট্রীয় সহযোগিতা আরও বৃদ্ধি করা প্রয়োজন।
 
‘খাদ্য ও ইন্টারনেট’ অধিকার নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, স্থানীয় সরকার কীভাবে প্রতিবন্ধী ও প্রবীণদের সহযোগিতা করবে তা স্বচ্ছভাবে আলোচনা করা উচিত।
 
সেমিনারে মানবাধিকার চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, সরকার ‘ওল্ড হোম’ প্রতিষ্ঠা করুক তা আমারা চাই না। আমরা পশ্চিমাদের মতো প্রবীণদের নিয়ে চিন্তা করবো না।

মানবিকতা নয়, বরং অধিকারবোধ থেকে প্রবীণদের সাহায্যে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

গণস্বাক্ষর অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন এনজিও কর্মী লিপি রহমান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক উল ইসলাম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
এফবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ