ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

জাতীয় শোক দিবসে সিলেটে নানা কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
জাতীয় শোক দিবসে সিলেটে নানা কর্মসূচি

সিলেট: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি গ্রহণ করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগ।

বুধবার (০৫ আগস্ট) আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।



আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে ১৫ আগস্ট ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা এবং কালো পতাকা অর্ধনির্মিত, সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বিকেল ৪টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।


আলোচনা সভা ছাড়াও ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বঙ্গবন্ধুর ভাষণ, হামদ-নাত প্রচার, মসজিদে মসজিদে বিশেষ দোয়া, মন্দির গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

এদিকে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে পৃথক কর্মসূচির আয়েঅজন করা হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা ছাত্রলীগের কর্মসূচির মধ্যে রয়েছে-  ১৫ আগস্ট প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহতদের স্মরণে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন, ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ।

পরদিন (১৬ আগস্ট) বাদ আসর হযরত শাহজালাল (র.) দরগাহ মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল, ১৭ আগস্ট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা।

সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এদিন সকাল ১০টায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে  পুষ্পস্তবক অর্পণ, বাদ মাগরিব কোর্ট পয়েন্টে ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার ভিডিওচিত্র প্রদর্শিত হবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট মহানগর ছাত্রলীগের পক্ষ থেকেও পৃথক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ