ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা তরিকুলের চার মামলায় জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
বিএনপি নেতা তরিকুলের চার মামলায় জামিন তরিকুল ইসলাম

যশোর: বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৪ মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে নাশকতা, মারামারি, বিস্ফোরকসহ পৃথক চারটি মামলায় যশোর সদর আমলী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইব্রাহিম জামিন মঞ্জুর করেন।



যশোর কোর্ট পুলিশের পরিদর্শক রেজাউল হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনের শেষ দিন বৃহস্পতিবার আদালতের নির্দেশে নিম্ন আদালতে হাজির হলে বিচারক পৃথক চারটি মামলায় জামিন মঞ্জুর করেছেন।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক বাংলানিউজকে বলেন, হাইকোর্ট তরিকুল ইসলামকে চার সপ্তাহের জামিন মঞ্জুর করলে রাষ্ট্রপক্ষ জামিন বাতিলের জন্য আপিল করে। পরবর্তীতে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ তরিকুল ইসলামের চার সপ্তাহের জামিন বহাল রাখার পাশাপাশি নিম্ন আদালতে হাজিরের নির্দেশ দেয়।

হাইকোর্টের নির্দেশ মতে জামিনের শেষ দিন বৃহস্পতিবার তরিকুল ইসলাম জামিনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, ০৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পরে ২০দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে নাশকতা, অগ্নিসংযোগ, বিস্ফোরক ও মারামারির অভিযোগে পুলিশ বাদী হয়ে পৃথকভাবে দায়ের করা চারটি মামলায় (মামলা নং জিআর- ১৫, ১৬ এবং ৮০,৮১) তরিকুল ইসলাম এজাহারভুক্ত আসামি।

এসব মামলার কারণে দীর্ঘদিন দিন পলাতক ছিলেন তিনি। পরবর্তীতে হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন পেয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে চলতি সপ্তাহে তিনি যশোর ফিরেছেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ