ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে ১০ ছাত্রদল নেতাকর্মী আটক

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
রাজধানীতে ১০ ছাত্রদল নেতাকর্মী আটক ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় প্রেসক্লাবে প্রবেশের পথে ছাত্রদলের ১০ নেতাকর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।  

শুক্রবার (০৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ তাদের আটক করে।



শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।   

আটকরা হলেন- রঞ্জিত সরকার (৪৫), মোর্শেদ (৫০), বিপ্লব ঘোষ (৩৫), হোসেন আলী (৪৫), রাজন (৩০), আলমাস (২১), খোকন (২৭), জসিম (২৩), ফিরোজ (২৫), জুলহাস (২৭)।

ওসি বলেন, আটক ছাত্রদল নেতাকর্মীদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে কি-না খতিয়ে দেখা হচ্ছে।

পটুয়াখালীতে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার (০৭ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের হলরুমে প্রতিবাদ সভার আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রদল। আটক নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে যোগ দিতে প্রেসক্লাবের গেটে এলে পুলিশ তাদের আটক করে।

গত ২০ জুলাই রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট থেকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসানসহ ছয়জনকে আটক করে দুমকি থানার পুলিশ।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৫/আপডেট ১১৪৭ ঘণ্টা
এসজেএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।