ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় শিবির সভাপতিসহ ২৭ নেতাকর্মী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
খুলনায় শিবির সভাপতিসহ ২৭ নেতাকর্মী কারাগারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: নাশকতার পরিকল্পনার অভিযোগে খুলনা মহানগর ছাত্র শিবির সভাপতি মিম মিরাজ হুসাইনসহ জামায়াত-শিবিরের ২৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (০৭ আগস্ট) বিকেল ৩টায় সোনাডাঙ্গা থানা থেকে তাদের আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়।



এর আগে তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
কারাগারে পাঠানো ২৭ নেতাকর্মী হলেন-খুলনা মহানগর ছাত্র শিবির সভাপতি মিম মিরাজ হুসাইন, জামায়াত নেতা মাওলানা মুনিরুজ্জামান, শিবির কর্মী আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম, ইয়াসিন আলী, এসকে শাহিনুর রহমান, তৌহিদুর রহমান, খায়রুল ইসলাম, মেহেদী হাসান, মাহফুজ আলম, সাইফুল ইসলাম (২), সাইফুল ইসলাম (৩), আল-আমিন, আল-মুজাহিদ, হাবিবুর রহমান, তৌহিদুজ্জামান, হাফেজ জুলকার নাইম, ওমর আলী, হাফিজুর রহমান, মোমাচ্ছিল, ইব্রাহীম খলিলুল্লাহ, আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম, মাসুম বিল্লাহ, আবু তাহের, আক্তারুজ্জামান ও আব্দুল্লাহেল মারুফ।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) আসোনাডাঙ্গা থানা পুলিশ নগরীর সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা ঘেরাও করে মোট ১১৯ শিক্ষার্থীকে আটক করে। পরে ওই ২৭ নেতাকর্মীকে রেখে বাকি শিক্ষার্থীদের তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
 
সোনাডাঙ্গা মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে উপ পরিদর্শক (এসআই) আহমেদ আনোয়ার বাদী হয়ে শুক্রবার (০৭ আগস্ট) নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় ২৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যরা শিবিরের পরিকল্পনার সঙ্গে জড়িত না থাকায় অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৫
এমআরএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।