ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

গণতন্ত্র নয় ব্যক্তিতন্ত্রে পরিচালিত হচ্ছে দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
গণতন্ত্র নয় ব্যক্তিতন্ত্রে পরিচালিত হচ্ছে দেশ শাহ মোয়াজ্জেম হোসেন

ঢাকা: গণতন্ত্র নয় ব্যক্তিতন্ত্রে দেশ পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে ‘অবরুদ্ধ গণতন্ত্র, বিপন্ন স্বাধীনতা ও পরাধীন গণমাধ্যম’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, আজ দেশে মায়ের পেটে শিশুও নিরাপদ নয়। কারণ দেশে কোনো গণতন্ত্র নাই। অথচ গণতন্ত্রের জন্য আমরা স্বাধীনতা অর্জন করেছি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার নেতা ছিলেন। তিনি আমার প্রিয় একজন মানুষ। কিন্তু আপনি তার মেয়ে হয়ে কী করছেন?
 
এ সময় ফেসবুককে অধিক শক্তিশালী প্রচারমাধ্যম উল্লেখ করে ফেসবুকে দলের প্রচার-প্রচারণা আরও বেশি করে চালাতে নেতাকর্মীদের অনুরোধ জানান তিনি।

সকালে ঘুম থেকে উঠেই গণমাধ্যমে খালেদা জিয়াকে গালিগালাজ করাটা আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের অভ্যাস হয়ে গেছে বলেও মন্তব্য করেন, শাহ মোয়াজ্জেম হোসেন।
 
আলোচনা সভায় বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, শীঘ্রই খালেদা জিয়া বিষয়ক একটা মন্ত্রণালয় খুলুন।   
 
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল আফসার বাহাদুরের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ কবির, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-মামুন রনি, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৫
এসজেএ/এসএ/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।