ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

লেবার পার্টির কেন্দ্রীয় মিডিয়া সেন্টার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
লেবার পার্টির কেন্দ্রীয় মিডিয়া সেন্টার উদ্বোধন

ঢাকা: বিশ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় মিডিয়া সেন্টার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০৭ আগস্ট) ১৬৪/২ দক্ষিণ কমলাপুরের মতিঝিল এলাকায় মিডিয়া সেন্টারটি উদ্বোধন করা হয়।

দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লেবার পার্টির নেতাকর্মীরা মিডিয়া সেন্টার উদ্বোধন শেষে এক দোয়া-মাহফিলে অংশ নেন।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, এমদাদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফারুক রহমান, মহানগর সভাপতি শামসুদ্দিন পারভেজ, প্রচার সম্পাদক আবদুর রহমান খোকন, মহানগর সহ সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, ছাত্রমিশন সভাপতি কামরুল ইসলাম সুরুজ, সাধারণ সম্পাদক মো. জাবের হোসেন, মহানগর কমিটির আহ্বায়ক সৈয়দ মো. মিলন, সদস্য সচিব ইমরান হোসেন ও প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাতসহ অন্যরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

লেবার পার্টির দলীয় তথ্য, যোগাযোগ ও গণমাধ্যম সংশ্লিষ্ট কার্যক্রম এ মিডিয়া সেন্টার থেকে পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা,  আগস্ট ০৭, ২০১৫
টিআই



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।