ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

আগৈলঝাড়ায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
আগৈলঝাড়ায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলার ট্যামার এলাকায় টেন্ডার নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রাসেল বেপারী (২৩) নামে ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর এক ছাত্রলীগ কর্মী রিন্টু (২২)।



শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে আগৈলঝাড়া উপজেলার ট্যামার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়। জানা যায়, নিহত রাসেল বেপারী গৌরনদী এলাকার দক্ষিণ পালরদির নূর ইসলাম বেপারীর ছেলে। অপরদিকে আহত রিন্টু আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ শিহিপাশার আ. মান্নানের ছেলে।

উভয়ই ছাত্রলীগের সদস্য বলে নিশ্চিত করেছেন নিহত রাসেলের বাবা নূর-ইসলাম বেপারী। তিনি জানান, আগৈলঝাড়া উপজেলার সেরল এলাকার বাসিন্দা সোহরাব হোসেন সেরনিয়াবাতের ছেলে ছাত্রলীগ কর্মী সাগরের কাছে টেন্ডারের ২৬ হাজার টাকা পাওনা ছিল রাসেলের। যা নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর মধ্যে সাগর কয়েকদিন আগে ১৯ হাজার টাকা ফেরত দেয়। বাকি ৭ হাজার টাকার জন্য শুক্রবার বিকেলে তাদের আগৈলঝাড়ার শেড়ালে যেতে বলে সাগর।

রাসেলের বাবা নূর-ইসলাম অভিযোগ করেন, রাসেল ও রিন্টু দুটি মোটরসাইকেল নিয়ে শেরাল যাওয়ার পথে ট্যামার নামক স্থানে সাগর সেরনিয়াবাদ ও তার ৪/৫ জন সহযোগী তাদের গতিরোধ করে। এরপর রাসেল ও রিন্টুকে তারা কুপিয়ে জখম করে পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাসেল বেপারীর শারিরীক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে রাত সাড়ে ৭টার দিকে হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পাশাপাশি অপর আহত রিন্টুর শারিরীক অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানিয়েছেন তিনি।

পুলিশ সুপার (এসপি) এস এম আক্তারুজ্জামান বাংলানিউজকে জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডে জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে। এ ব্যাপারে মামলাও দায়ের করা হবে বলে জানান এসপি।

এদিকে, রাসেলের মৃত্যুর খরব পেয়ে হাসপাতালে যান গৌরনদীর পৌর মেয়র হারিসুর রহমান।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫     
এমজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।