ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

দেশ থেকে খাদ্য ও বিদ্যুতের অভাব দূর হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
দেশ থেকে খাদ্য ও বিদ্যুতের অভাব দূর হচ্ছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: দেশ থেকে খাদ্য ও বিদ্যুতের অভাব দূর হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, দেশের আকাশে-বাতাসে এখন উন্নয়নের ছোয়া লেগেছে।

দেশ এখন ইতিবাচক দিকে ধাবিত হচ্ছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের পরশে দেশ দারিদ্র বিমোচনের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
 
শনিবার (০৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ শহীদ আবুল হোসেন মিলনায়তনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সুনামগঞ্জ সদর উপজেলা শাখার (২১০তম) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা কলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস উল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ও মৌলভী বাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা, ব্যাংকের অতিরিক্ত মহাপরিচালক মো. জমিস উদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, আনসার-ভিডিপি সিলেট রেঞ্জের পরিচালক গোরাম কিবরিয়া, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন,  ব্যাংকের অবসরপ্রাপ্ত পরিচালক আব্দুল মান্নান ও সুনামগঞ্জ সদর শাখার ব্যবস্থাপক মো. শাহজালাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুর রউফ।

পরে দুই জন আনসার সদস্যকে এক লাখ টাকা করে ঋণ এবং চার জন সদস্য সিএনজিচালিত অটোরিকশা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।