ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে পিটিয়ে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে পিটিয়ে আহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আবুল হোসেন (৬০) নামে আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (০৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার চররুহিতা গ্রামে পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটে।



আহত আবুল হোসেন চররুহিতা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি। তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে আবুল হোসেন মোটরসাইকেলযোগে চর রুহিতা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে একই এলাকার নজির আহম্মদের ছেলে মিরাজ ৪-৫ সহযোগীকে নিয়ে তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাতারি পিটিয়ে আহত করে তারা।

আহত আবুল হোসেন জানান, অতর্কিতভাবে তার ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় তিনি মামলা করবেন।

লক্ষ্মীপুর সদর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিঠুন মহাজন বাংলানিউজকে বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।