ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

প্রকৃত স্বাধীনতার স্বাদ পাচ্ছে মানুষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
প্রকৃত স্বাধীনতার স্বাদ পাচ্ছে মানুষ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলেই মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পেতে শুরু করেছে বলে মনে করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শনিবার (০৮ আগস্ট) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ফজিলাতুন্নেসা মুজিবের ৮৫তম জন্মবার্ষিকীতে যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



আমু বলেন, আজকে এ দেশে কোনো দুর্ভিক্ষ নেই। উত্তরবঙ্গে মঙ্গা নেই। দেশে কোনো অভাব নেই। মানুষের মধ্যে শান্তি বিরাজ করছে। শেখ হাসিনা সরকারের আমলেই দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পেতে শুরু করেছে।

শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশকে বিশ্বে একটি প্রশংসনীয় জায়গায় পৌঁছে দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যা আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ ও স্বপ্ন তার কন্যা শেখ হাসিনা পূরণ করে যাচ্ছেন।

বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব প্রসঙ্গে আমু বলেন, বাঙালি জাতির মুক্তি, স্বাধীনতা বাস্তবায়নে বেগম মুজিব সব সময় বঙ্গবন্ধুকে উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সভাপতিমণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান, শহীদ সেরনিয়াবাত, যুগ্ম সম্পাদক মহীউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, ঢাকা মহানগর যুবলীগের উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এমইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।