ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা তৈমুরকে দুদকের জিজ্ঞাসাবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
বিএনপি নেতা তৈমুরকে দুদকের জিজ্ঞাসাবাদ

ঢাকা: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর স্ত্রীকে জাতীয় বধির সংস্থার ১১টি দোকান নামমাত্র মূল্যে বরাদ্দ দেওয়ার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করছে রাষ্ট্রীয় দুর্নীতি দমন সংস্থাটি।



রোববার (০৯ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস সালাম তাকে জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদের বিষয়ে দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছে।

দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশ ন্যাশনাল ফেডারেশন অব ডেফ (বিএনএফডি) ঢাকার (জাতীয় বধির সংস্থা) তৎকালীন সভাপতি ছিলেন হারিছ চৌধুরী। সহ-সভাপতি ছিলেন তৈমুর আলম খন্দকার ও প্রয়াত বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু।

ওয়ান ইলেভেন পরবর্তী সময় হারিছ চৌধুরী দেশ ছেড়ে পালালে গঠনতন্ত্র অনুযায়ী বিএনএফডির সভাপতির দায়িত্ব পান সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

অভিযোগে উল্লেখ রয়েছে- তৈমুর তখন হারিছ চৌধুরীর স্ত্রী জোছনে আরা চৌধুরীকে অন্ধ ও বধির সংস্থার ১১টি দোকান বরাদ্দ দেন। সে সময় থেকে এখন পর্যন্ত অন্ধ ও বধির সংস্থার সভাপতির দায়িত্ব পালন করছেন তৈমুর আলম খন্দকার।

অভিযোগে বলা হয়, বরাদ্দ পাওয়ার পর বরাদ্দের শর্ত মোতাবেক কিস্তির টাকা পরিশোধ না করলেও নির্বাহী কমিটির অনুমোদন ছাড়াই ক্ষমতার অপব্যবহার করে আবারও ওই ১১টি দোকানের বরাদ্দ নবায়ন করেন তৈমুর আলম।

এ ছাড়াও ওই সংস্থার সভাপতির দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে নিজের পছন্দ মতো লোক নিয়োগ দিয়েছেন বলেও দুদকে আসা অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এডিএ/টিআই/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।