ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় বিএনপির ৩১ নেতাকর্মী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
খুলনায় বিএনপির ৩১ নেতাকর্মী কারাগারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: মহানগরীর দৌলতপুর থানায় দায়ের করা নাশকতার আট মামলায় মহানগর বিএনপির ৩১ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (০৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে গেলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক মো. সাইদুর রহমান।



মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বাংলানিউজকে জানান, দৌলতপুর থানার আটটি মামলায় মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, যুগ্ম সম্পাদক মুর্শিদ কামাল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহসান তোতন, যুবদল সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সোহেল মোল্লাসহ ৩১ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
আদালতে বিএনপি নেতাদের পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট সরদার ইউনুস, গাজী আব্দুল বারি, গোলাম মওলা ও এস আর ফারুকসহ প্রায় অর্ধশত আইনজীবী।

পুলিশ জানায়, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নগরীর দৌলতপুর থানার বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে বিএনপি নেতাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ৮টি মামলা দায়ের করেছিলো।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এমআরএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।