ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ঝালকাঠি ছাত্রদলের ৩ নেতার জামিন লাভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
ঝালকাঠি ছাত্রদলের ৩ নেতার জামিন লাভ

ঝালকাঠি: দেড় মাস কারাভোগের পর জামিন পেয়েছেন ঝালকাঠি জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজুসহ তিন নেতা।

রোববার (০৯ আগস্ট) দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতের ভারপ্রাপ্ত বিচাকর আব্দুর রহিম তালুকদার ২৫ হাজার টাকার বন্ডে তাদের জামিনের নির্দেশ দেন।



হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন লাভের পর ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ রায় দেন বলে জানান মামলার আইনজীবী মিজানুর রহমান মুবিন।

জামিনপ্রাপ্ত অপর দুইজন হলেন, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পান্নু খান ও ছাত্রদল নেতা ইয়াসির আরাফাত মিঠু। হরতাল-অবরোধের সময় নাশকতার অভিযোগের মামলায় তারা কারাবন্দি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।