ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বাকৃবি ও শহর ছাত্রলীগের দ্বন্দ্ব অবসানের চেষ্টা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
বাকৃবি ও শহর ছাত্রলীগের দ্বন্দ্ব অবসানের চেষ্টা

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও ময়মনসিংহ শহর ছাত্রলীগের সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্বন্দ্ব অবসানে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি কাজ করছে।

এর অংশ হিসেবে শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা বাকৃবি ক্যাম্পাসে আসেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- শাহাদত হোসেন রাজন, ওহিদুর রহমান জয়, আরিফুর রহমান লিমন ও গোলাম বাকি চৌধুরী।

কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন, শিক্ষক, আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। দুই দিনের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করে কেন্দ্রীয় কমিটির কাছে প্রতিবেদন জমা দিবেন তারা। শনিবার রাতেই তারা ক্যাম্পাস ত্যাগ করেন।

ময়মনসিংহ শহর ছাত্রলীগের সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দ্বন্দ্ব এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ থেকে নেতাকর্মীদের গণপদত্যাগের বিষয়ে তদন্ত করতেই তারা বাকৃবি ক্যাম্পাস পরিদর্শন করেন বলে জানান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন।

তিনি বলেন, ছাত্রলীগের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সাংগঠনিকভাবে তদন্ত কমিটি বাকৃবি পরিদর্শন করে।   সংগঠন বিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিরোধী কাজের সঙ্গে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব আছে -এমন যেসব নেতাকর্মী বিভিন্ন চাপের কারণে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে তাদের ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।