ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

শোক দিবস উপলক্ষে ইবি ছাত্রলীগের কর্মসূচি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
শোক দিবস উপলক্ষে ইবি ছাত্রলীগের কর্মসূচি

ইবি (কুষ্টিয়া): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
 
রোববার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম এসব কর্মসূচি ঘোষণা করেন।


 
তিনি বলেন, বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদাত বার্ষিকী এবং ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
 
কর্মসূচির মধ্যে রয়েছে- ১২ আগস্ট বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবিতে মানববন্ধন এবং একই দাবিতে উপাচার্যের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান। ১৫ আগস্ট দুস্থদের মধ্যে খাবার বিতরণ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।  
 
১৬ আগস্ট বিশ্ববিদ্যালয় ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করবে ছাত্রলীগ। ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল। ২১ আগস্ট বিশ্ববিদ্যালয় ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ এবং গ্রেনেড হামলার স্মরণে টিএসসিসিতে ২৬ আগস্ট আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন শাখা ছাত্রলীগ সভাপতি।
 
কর্মসূচি ঘোষণাকালে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাসসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।