ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেট সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
সিলেট সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৩

সিলেট: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের তিন কর্মী আহত হয়েছেন।

তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি।

সোমবার (১০ আগস্ট) দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের নগরীর টিলাগড় গ্রুপের সায়েম ও জাকারিয়া গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উভয় গ্রুপের দুই কর্মীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে দুপুরে উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে অস্ত্রের আঘাতে উভয় গ্রুপের ৩ কর্মী আহত হন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুল ইসলাম বাংলানিউজিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।  

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ‍আগস্ট ১০, ২০১৫
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।