ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
বরিশালে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা খালেদা জিয়া

বরিশাল: বরিশালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জেলা ও মহানগর বিএনপির সভাপতিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনের উৎসব পালন না করার প্রতিকার চেয়ে এ মামলা করা হয়।



সোমবার (১০ আগস্ট) বরিশালের সিনিয়র সহকারী জজ আদালতে এ নালিশি মামলা করেন বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র সংসদের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত অস্থায়ী কর্ম পরিষদের সহ সভাপতি মো. মঈন তুষার।

মামলাটি গ্রহণ করে আদালতের বিচারক এইচ এম কবির হোসেন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষায় রেখেছেন।

বাদীপক্ষের আইনজীবী মো. আজাদ রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপির চেয়ারপারসন জন্মদিন পালন করায় বাদী পক্ষসহ সাধারণ মানুষ মনোকষ্টে ভোগেন। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বঙ্গবন্ধুর মৃত্যুর দিনটিতে কেক কেটে মিথ্যা জন্মদিন পালন না করতে তার প্রতি অনুরোধ জানিয়েছেন। কিন্তু খালেদা জিয়া আবারও মানুষকে কষ্ট দিতে আগামী ১৫ আগস্ট জন্মদিন পালনের চেষ্টা করছেন।

বাদী এ জন্মদিন পালন না করতে মামলার ১ থেকে ৫নং বিবাদীদের বিভিন্ন সময়ে অনুরোধ করেছেন। সর্বশেষ গত ৫ আগস্ট একই অনুরোধ করলে বাদীকে হুমকি দেওয়া হয়।

তাই বাদী বাধ্য হয়ে খালেদা জিয়া যেন জন্মদিনের উৎসব পালন করতে না পারেন, এ লক্ষে প্রতিকার চেয়ে এ মামলা করেছেন।

মামলার অন্যান্য বিবাদীরা হলেন যথাক্রমে বরিশাল মহানগর সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাড. মজিবর রহমান সরোয়ার, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, কোতোয়ালি বিএনপির সভাপতি অ্যাড. কাজী এনায়েত হোসেন বাচ্চু  এবং কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫/আপডেট: ১৪২২ ঘণ্টা
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।