ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদাকে শ্রদ্ধা করি, ঘৃণাও করি: নায়ক ফারুক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
খালেদাকে শ্রদ্ধা করি, ঘৃণাও করি: নায়ক ফারুক ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তাই তাকে শ্রদ্ধা করি। কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে জন্মদিন পালন করায় তাকে ঘৃণাও করি।

ধৃক্কার জানাই তার এই কর্মকাণ্ডের প্রতি।

এ বক্তব্য একসময়তার পর্দা কাঁপানো চিত্রনায়ক ফারুক এর।
 
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
আয়োজক সংগঠনের সভাপতি ফারুক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান খালেদা জিয়া ভুলে গেছেন। শুধু তাই নয়, জাতির পিতার মৃত্যু দিবসে তিনি জন্মদিনের কেক কাটেন। এটা মেনে নেওয়া যায় না।
 
সফল এই চিত্র নায়ক খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, আপনাকে সম্মান করি, শ্রদ্ধাও করি। কিন্তু ১৫ আগস্ট জন্মদিন পালন করায় আপনাকে ঘৃণাও করি। আপনি এই কর্মকাণ্ড বন্ধ করুন। এটা উচিত নয়। শেখ মুজিবুর রহমান জাতির পিতা। মানবতার কথা ভেবে হলেও ১৫ আগস্ট জন্মদিন পালন করবেন না।
 
সংগঠনটির সাধারণ সম্পাদক ফাল্গুনী হামিদ বলেন, ১৫ আগস্ট ভূয়া জন্মদিন পালন করে রুচিহীনতার পরিচয় আর দেবেন না। আপনি প্রধানমন্ত্রী ছিলেন। কাজেই নিজের রুচির পরিচয় দেবেন।
 
মানববন্ধন কর্মসূচিতে আরো ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দীন, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, আয়োজক সংগঠনের সহ-সভাপতি চিত্রনায়ক ড্যানী সিডাক, সাংগঠনিক সম্পাদক আশ্রারুল হাসান, চিত্র নায়িকা রত্না প্রমুখ।
 
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন বন্ধ রাখার দাবিতে এর আগে একটি শোভাযাত্রাও করে সংগঠনটি।
 
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
ইইউডি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।