ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রসমাজকে গঠনমূলক কাজে অংশগ্রহণ করাতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
ছাত্রসমাজকে গঠনমূলক কাজে অংশগ্রহণ করাতে হবে সৈয়দ আশরাফুল ইসলাম / ফাইল ফটো

ঢাকা: অবক্ষয় থেকে বাঁচাতে এবং জাতির সুন্দর ভবিষ্যতের জন্য ছাত্র ও যুবসমাজকে গঠনমূলক কাজে অংশগ্রহণ করানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
 
সোমবার (১০ আগস্ট) বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।


 
ছাত্র রাজনীতির সোনালী অতীত তুলে ধরে সৈয়দ আশরাফ বলেন, সে সময়ে ছাত্রদের কথা মানুষ শুনতো, এখন দেশের সাধারণ মানুষ ছাত্রদের কথা শোনে কি না, তা আমার জানা নেই।
 
তিনি বলেন, মানুষ তখন ছাত্র নেতাদের এতো ভালোবাসতো যে, সাধারণ মানুষ ছাত্রদের মনে করত দেবতা। তাদের কথায় জনগণের আস্থা ও বিশ্বাস ছিল। দুঃখের বিষয়, এখন যে কোনো কারণেই হোক, সেই আস্থা ও বিশ্বাস নেই।
 
ছাত্র ও যুবসমাজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়ে তোলার আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, আমাদের ছাত্র ও যুবসমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে।
 
স্বাধীনতা সংগ্রামে মানুষকে উদ্বুদ্ধ করতে ছাত্র সমাজের অবদানের কথা স্মরণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের বঙ্গবন্ধুর পথকে অনুসরণ করতে হবে। ছাত্রদের গঠনমূলক কাজে অংশগ্রহণ করাতে হবে। তবেই যুব ও ছাত্রসমাজ আবারও জেগে উঠবে।
 
বর্তমান ছাত্রসমাজকে অবক্ষয় থেকে রক্ষা করার বিষয়ে তিনি বলেন, ছাত্র ও যুবসামজ আমাদের ভবিষ্যৎ। এখনই যুব ও ছাত্রসমাজকে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে না পারলে জাতির ভবিষ্যত হবে অন্ধকার।
 
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক আব্দুল মান্নান খান, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রমুখ।
 
সভা পরিচালনা করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
 
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫/২০৪৫ ঘণ্টা
এমইউএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।