ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুর মহানগর যুবলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
গাজীপুর মহানগর যুবলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাজীপুর মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর শহরের ট্রাস্ট কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।



বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাজীপুর মহানগরী শাখার আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল।

যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও সুমন আহমেদ শান্তের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি ও অপর সাংগঠনিক সম্পাদক আলহাজ আজহার উদ্দিন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন, গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল,
গাজীপুর জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।