ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্র শিবির নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
সিলেটে ছাত্র শিবির নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

সিলেট: জামায়ত-শিবিরের নাশকতা কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী এমরান আলীকে গ্রেফতার করেছে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোরের দিকে বালাগঞ্জ উপজেলার গরপুর গ্রামে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ওই গ্রামের ওয়াতির আলীর ছেলে।

সিলেট জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারবিরোধী নাশকতায় জামায়াত-শিবিরকে অর্থ যোগান দেওয়ার অভিযোগে যুক্তরাজ্য প্রবাসী এমরান আলীকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, এমরান আলীর পরিবারের দাবি-দেশে তাদের জায়গা-জমি নিয়ে ঝামেলা চলছে। এ সমস্যা সমাধানে তিনি যুক্তরাজ্য থেকে সপ্তাহখানেক আগে দেশে ফেরেন। এমরানের জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তারা কিছুই জানেন না।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।