ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপির ৮ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
বরিশালে বিএনপির ৮ নেতাকর্মী কারাগারে

বরিশাল: নাশকতার মামলায় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেনসহ ৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার (১১ আগস্ট) বিএনপির এ নেতাকর্মীরা বরিশাল জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. আনোয়ারুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



বরিশাল আদালতের বেঞ্চ সহকারী ফারুক হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো অন্যান্য নেতাকর্মীরা হলেন, দুধল ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল খান, কুদ্দুস মিয়া, নজরুল ইসলাম, সিরাজ মিয়া, জুয়েল তাং, শাহজাহান খা ও শাহিন সিকদার।


চলতি বছরের ২৬ জানুয়ারি বাকেরগঞ্জ উপজেলার একটি সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও সাইকেলে আগুন দেওয়ার তাদের বিরুদ্ধে এ মামলা দেয় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।