ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

২০১৯ সালে আওয়ামী লীগের আরেকটি বিজয় হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
২০১৯ সালে আওয়ামী লীগের আরেকটি বিজয় হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সোয়া ১টায় চাঁদপুর সার্কিট হাউজে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।



মন্ত্রী বলেন, সরকার ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দেবে। ২০১৯ সালে আওয়ামী লীগের আরেকটি বিজয় হবে।

তিনি আরো বলেন, চাঁদপুরের স্বাস্থ্য কেন্দ্রগুলো পরিদর্শন করে উন্নয়নের ব্যবস্থা করবো।

সরকারের লক্ষ্য অর্জনে চিকিৎসকদের প্রতি কাজ করার আহ্বান জানান তিনি।

এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।

এতে অনেকের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. ইকবাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ কুমার দত্ত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।