ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতিতে জিএসপি হারালো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতিতে জিএসপি হারালো’ ড. আসাদুজ্জামান রিপন

ঢাকা: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় বাংলাদেশ দেশটির বাজারে পণ্যের অগ্রাধিকার বাণিজ্য (জিএসপি) সুবিধা হারালো বলে মন্তব্য করেছেন, বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।



তিনি বলেন, জিএসপি সুবিধা ফিরে পেতে দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। শিশুহত্যা, বিচারবহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা দেশের ভাবমূর্তিতে খারাপ প্রভাব ফেলছে।

ড. আসাদুজ্জামান রিপন আরও বলেন, সরকারের বিদ্বেষপ্রসূত মনোভাবের কারণেই গ্রামীণ ব্যাংক থেকে ড. ইউনুসকে সরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে গ্রামীণ ব্যাংকের অবস্থার অবনতি ঘটেছে। সরকারের উচিৎ ড. ইউনুসকে যথাযোগ্য সম্মান দেওয়া।

এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হালিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বদরুজ্জামান খসরু, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব হোসেন প্রমুখ।   

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এইচআর/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।