ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচনের প্রস্তুতি নিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
নির্বাচনের প্রস্তুতি নিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: বিএনপিকে ২০১৯ সালের সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো. নাসিম।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ আর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।



তিনি বলেন, বিএনপির সকব চাল ভণ্ডুল হয়ে গেছে। তারা নির্বাচনে না গিয়ে যেই ভুল করেছেন, এখন তার মাশুল গুণছেন। বিএনপি এখন নিজেদের দ্বন্দ্বে নিজেরাই শেষ হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, জাতির জনকের পরিবারের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মধ্যম আয়ের দেশ হওয়ার পথে এগিয়ে চলছি। জাতির জনকের সোনার বাংলার স্বপ্ন ক্রমশ উজ্জ্বল হচ্ছে।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেরা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়েল পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার প্রমুখ।

এর আগে তিনি ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরির্দশন করেন এবং উপজেলার রূপসা দক্ষিন ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার ক্যলাণ কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।