ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি-সম্প‍াদক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি-সম্প‍াদক কারাগারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চান ও সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।



আদালতের বিচারক নূসরাত জাহান জামিন আবেদন বাতিল করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ১৬ জুলাই উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন তারা। জামিনের মেয়াদ শেষ হলে আজ তারা এ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন বলে জানিয়েছেন বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহম্মেদ পান্না।

উল্লেখ্য বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ১০টায় বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চারটি সেরেস্তা কক্ষের (নথিখানা) প্রায় সাড়ে তিন হাজার নথি, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনায় ১৩ মার্চ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।