ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্রলীগ কর্মী খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
সিলেটে ছাত্রলীগ কর্মী খুন আবদুল আলী

সিলেট: সিলেটে ছাত্রলীগ কর্মীদের ছুরিকাঘাতে খুন হয়েছেন আরেক ছাত্রলীগ কর্মী। আবদুল আলী (১৯) নামে ওই ছাত্রলীগ কর্মী সিলেট মদনমোহন কলেজের এইচএসসি (উচ্চ মাধ্যমিক) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।



বুধবার (১২ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে তাকে ছুরিকাঘাত করে পূর্ণজিৎ দাসসহ আরও ৪/৫ জন ছাত্রলীগ কর্মী। এতে গুরুতর আহত হন তিনি। পরে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেলে তার মৃত্যু হয়।

জানা যায়, নিহত আবদুল আলীর বাবার নাম আলকাহ মিয়া। তাদের গ্রামের বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার মগলাবাজার থানার নিজসিলামে।

সিলেট মদনমোহন কলেজের প্রিন্সিপাল ড. আবুল ফতেহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কোতয়ালী মডেল থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বাংলানিউজকে বলেন, কলেজে পূর্ণজিৎ দাসসহ আরও ৪/৫ জন ছাত্রলীগ কর্মীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এতে ছুরিকাঘাতে আবদুল আলীর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫, আপডেট ১৬০০
এনইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।