ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বৃহস্পতিবার ১৪ দলের শোক দিবসের আলোচনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
বৃহস্পতিবার ১৪ দলের শোক দিবসের আলোচনা

ঢাকা: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে আলোচনা সভার আয়োজন করেছে কেন্দ্রীয় ১৪ দল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় কেন্দ্রীয় ১৪ দলের নেতারা বক্তব্য রাখবেন।

এ আলোচনা সভায় কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

এদিকে, জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা বুধবার (১২ আগস্ট) জাতিরজনকের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গীপাড়া গেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এসকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।