ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচন আসতে খালেদা জিয়াকে নাসিমের চ্যালেঞ্জ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
নির্বাচন আসতে খালেদা জিয়াকে নাসিমের চ্যালেঞ্জ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: খালেদা জিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আপনি নির্বাচন থেকে পালাবেন না, ২০১৯ সালের নির্বাচনে অংশগ্রহন করুন।

বুধবার (১২ আগস্ট) বিকেলে জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে ১৪ দলের নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।



নাসিম বলেন, ২০১৯ সালের নির্বাচনে আমরা শেখ হাসিনার নেতৃত্বে আপনাকে পরাজিত করতে চাই। নির্বাচনে পালিয়ে থেকে কিছু হবে না, নির্বাচনে আসুন চ্যালেঞ্জ গ্রহণ করুন। নির্বাচনের মাঠে আমাদের মোকাবেলা করুন।

এরআগে ১৪ দলের কর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি  সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা বিদ্যুৎ সমস্যার সমাধান করেছেন। জঙ্গি দমন করেছেন। সমুদ্র জয়, সীমান্ত চুক্তি বাস্তবায়ন করেছেন। যেকোনো মূল্যে ১৪ দল বিএনপি-জামায়াতের চক্রান্ত নস্যাৎ করে ২০১৯ সালের জাতীয় নির্বাচনে জয়ী হতে কাজ করে যাবে।

তিনি বলেন, খালেদা জিয়া ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করেন। এতে লজ্জায় জনগণের মাথা নিঁচু হয়ে যায়। এটা চক্রান্ত ছাড়া আর কিছু হতে পারে না।

মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের  খুনিদের বিচার করেছেন। অনেকের বিচারের রায় কার্যকর করা হয়েছে। বাকিরা কয়েকটি দেশে পালিয়ে আছেন। তাদের দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। দেশে এনে তাদেরও বিচারের রায় কার্যকর করা হবে।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান, জাসদের মাঈন উদ্দিন খান বাদল, মোজাফফর হোসেন পল্টু, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট পার্টির ফজলে হোসেন বাদশা, তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, এম এ আউয়াল, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায়, জাতীয় পার্টির (জেপি) ইজাজ আহম্মেদ মুক্তা, আবুল খায়ের সিদ্দিকী, গণতান্ত্রিক পার্টির নুরুল ইসলাম সেলিম, ডা. শাহাদৎ হোসেন, মাহাবুবুর রহমান, গণ-আজাদী পার্টির আব্দুস সামাদ আজাদ, ন্যাপ (মো) এর এনামুল হকসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা এবং স্থানীয় নেতারা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।