ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

দেশে আইনের শাসন ও জবাবদিহিতা নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
দেশে আইনের শাসন ও জবাবদিহিতা নেই এম. গোলাম মোস্তফা ভুইয়া

ঢাকা: দেশে এখন আইনের শাসন ও জবাবদিহিতা নেই। ফলে রাষ্ট্রে এক ধরনের অস্থিরতা চলছে।

রাষ্ট্রে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জাতীয় এজেন্ডাও নির্ধারণ হয়নি। স্বাধীনতার ৪৪ বছরেও জাতীয় এজেন্ডা নির্ধারণ করতে না পারা আমাদের চরম ব্যর্থতা।
 
রাজনীতিক ও সাংবাদিক আনোয়ার জাহিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণ সভায় বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।
 
বুধবার (১২ আগস্ট) নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে ঢাকা মহানগর ন্যাপ এ অনুষ্ঠানের আয়োজন করে।
 
সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা মো. আনছার রহমান শিকদারের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক মতিয়ারা চৌধুরী মিনু, মো. আনোয়ার হোসেন, সোলায়মান সোহেল, আবদুল্লাহ আল মাসুম, আবদুল্লাহ আল কাউছার প্রমুখ।
 
এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, আনোয়ার জাহিদ কখনও তার রাজনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি। তিনি যে রাজনীতি বিশ্বাস করতেন তাই প্রয়োগ করার চেষ্টা করতেন। আমরা যখন শুধুমাত্র ক্ষমতার জন্য রাজনৈতিক বিশ্বাসকে পদদলিত করতে কুণ্ঠিত হই না, তখন আনোয়ার জাহিদ আমাদের স্মরণ করিয়ে দেন রাজনীতির সঙ্গা কী? মজলুম জননেতা মওলানা ভাসানী ও জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়া পরবর্তী জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক রাজনীতির স্বার্থক নেতৃত্ব আনোয়ার জাহিদ।
 
তিনি বলেন, শুধুমাত্র রাজনীতিক নয় একজন সাংবাদিক হিসাবেও তিনি ছিলেন সফল। সাংবাদিকতার জীবনে আনোয়ার জাহিদ কখনও তার রাজনীতিক বিশ্বাসকে নিয়ে আসতেন না। তিনি ঐক্যবদ্ধ সাংবাদিকদের অধিকার আদায়ে নেতৃত্ব দিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।