ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

কোকোর জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
কোকোর জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৪৬তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করেছে দলটি।

বুধবার (১২ আগস্ট) বাদ আছর রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।



এতে অংশ নেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উপস্থিত ছিলেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিলাদ পরিচালনা করেন ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ নেছারুল হক।

মিলাদ শেষে কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।