ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ইবিতে ছাত্রলীগের মানববন্ধন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
ইবিতে ছাত্রলীগের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধনের আয়োজন করা হয়।



মানববন্ধন শেষে দুপুর ১২টায় একই দাবিতে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্বারকলিপি দেয়।

ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইবি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি মিজানুর রহমান মিজু, ইমদাদুল হক সোহাগ, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জুয়েল রানা হালিম, সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, আনিচুর রহমান আনিচ, বিপ্লব কর্মকার, আলমগীর আলো, নোমান রবীন, আতাউর, রবিউল ইসলাম পলাশ, ওদুদ, আসাদ, সিথন, অনিক, মাহিদুল, সেলিমসহ শতাধিক নেতাকর্মী।

মানববন্ধনে নেতাকর্মীদের হাতে খুনিদের ফাঁসি চেয়ে বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।