ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

২০ দলীয় জোটের বৈঠক চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
২০ দলীয় জোটের বৈঠক চলছে ছবি : সংগৃহীত

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও জোট নেতা খালেদা জিয়ার সভাপতিত্বে চলছে ২০ দলীয় জোটের বৈঠক।
 
বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।



বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।
 
দলীয় সূত্রে জানা যায়, লন্ডন যাত্রার প্রাক্কালে জোটের শীর্ষ নেতাদের সঙ্গে প্রয়োজনীয় আলাপ-আলোচনা ও দিক নির্দেশনা দেওয়ার জন্যই এ বৈঠক ডেকেছেন খালেদা।
 
বৈঠকে উপস্থিত আছেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মওলানা আবদুল হালিম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নিজামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমেদ অাবুল কাদের, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমেদ (বীর বিক্রম), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি'র চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডিএল'র সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, পিএল'র সভাপতি গরিবে নেওয়াজ, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজহারুল ইসলাম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, ইসলামিক পার্টির চেয়ারম্যান ব্যরিস্টার সাইয়েদুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মাদ ইব্রাহীমসহ বাংলাদেশ মুসলীম লীগ, জমিয়তে উলামায়ে ইসলামর শীর্ষ নেতারা।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫, আপডেট ২১১৬
এজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।