ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বন্যা দুর্গতদের জন্য ত্রাণসামগ্রী অপ্রতুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
বন্যা দুর্গতদের জন্য ত্রাণসামগ্রী অপ্রতুল ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে বন্যা দুর্গতদের জন্য সরকারি সহায়তা ও ত্রাণসামগ্রী অপ্রতুল বলে অভিযোগ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জোটের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।



বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জোটের পক্ষ থেকে অভিযোগ করেন।

বুধবার রাতে বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়ার সভাপতিত্বে জোটের সভা অনুষ্ঠিত হয়। সভার বিস্তারিত জানাতেই বৃহস্পতিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, দেশের বিরাট অংশ বন্যা কবলিত। বন্যাদুর্গত জনগণের জন্য সরকারি উদ্যোগ, ত্রাণসামগ্রী ও সহায়তা একেবারেই অপ্রতুল।

তিনি ২০ দলীয় জোটের পক্ষ থেকে অবিলম্বে বন্যা দুর্গত জনগণকে পর্যাপ্ত সাহায্য ও পুর্নবাসনের জন্য সরকারের প্রতি দাবি জানান।

একই সঙ্গে ২০ দলীয় জোট নেতাকর্মী ও দেশের সব জনগণকে বন্যা দুর্গতদের সহায়তা করার আহ্বান জানান।

খান বলেন, শিশু হত্যা ও নারী নির্যাতন এমন ভয়াবহ আকার ধারণ করেছে যে, দেখে মনেই হয় না, কোনো সভ্য দেশে বাস করছি এবং দেশে কোনো সরকার রয়েছে। একের পর এক ব্লগার হত্যার ঘটনায় মনে হচ্ছে, দেশের কোনো আজ আর মানুষ নিরাপদ নয়। এরপরও সরকারের দাবি. দেশের মানুষ শান্তিতে আছে।

২০ দলীয় জোটের পক্ষ থেকে নারী নির্যাতন ও শিশু হত্যাসহ সব হত্যার প্রতিবাদ ও অবিলম্বে দায়ীদের গ্রেফতার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

জোটের পক্ষ থেকে নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, শেখ আব্দুল হাই বাচ্চু নামে এক ব্যক্তি সরকারের মদদে বেসিস ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। এর আগেও ব্যাংক, শেয়ারবাজার লুটপাটের বিচার হয়নি বলে এমন ঘটনা ঘটছে।

২০ দলীয় জোট দলীয় সব লুটপাটকারীদের বিচার চায় বলে জানান তিনি।

সরকার দলীয় লোকজন সব দখলের পর হিন্দু সম্প্রদায়ের বাড়ি, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে। সরকার দলীয় লোকজনই এ দখলের প্রতিবাদ জানাচ্ছে বলে জানান তিনি।

জোট থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আন্দোলন সংগ্রামের মধ্যে সরকারের নানা চেষ্টার পরও জোটের মধ্যে ভাঙন ধরাতে পারেনি।

৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনে শত চেষ্টা করেও ২০ দলীয় জোটের কোনো দল বা জোটের কোনো নেতাকেও নির্বাচনে নিতে পারেনি সরকার। জোটের ঐক্য অটুট, শক্তিশালী আছে ও থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

জোট আন্দোলনে আছে কিনা এমন প্রশ্নে নজরুল ইসলাম খান বলেন, জোট শান্তিপূর্ণ আন্দোলনে আছে। কিন্তু সরকার সভা, সমাবেশ বা মানববন্ধনের মতো নিরীহ কর্মসূচি পালন করতে চাইলেও অস্ত্রধারী সরকারি বাহিনী বা অস্ত্রধারী সরকারি দলের লোকদের মোকাবেলা করতে হয়। আন্দোলন চালিয়ে যেতে হলে অস্ত্রের মোকাবেলা ও সংঘর্ষ করতে হবে। জোট হত্যা, সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। জনগণের দাবি আদায়ে রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

খালেদা জিয়ার দেশের বাইরে যাওয়া বিষয়ে বলেন, এ সফর তার (খালেদা জিয়া) ব্যক্তিগত চিকিৎসার একটি সফর। কখন যাবেন এ বিষয়ে জোট জানে না।

সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোট নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১/৫ /আপডেটেড: ১৩২৯ ঘণ্টা
আরইউ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।