ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্রলীগ কর্মী হত্যা ঘটনায় আরও একজন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
সিলেটে ছাত্রলীগ কর্মী হত্যা ঘটনায় আরও একজন আটক আব্দুল আলী

সিলেট: সিলেটে মদনমোহন কলেজে ছাত্রলীগ কর্মী আব্দুল আলী হত্যার ঘটনায় আঙ্গুর মিয়া (২০) নামে আরেক জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে সুনামগঞ্জেরর দোয়ারাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।



আটক আঙ্গুর মিয়া একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও দোয়ারা বাজার উপজেলার নেয়ামতপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) সাজ্জাদুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হত্যাকাণ্ডের পর আটক প্রধান অভিযুক্ত পুণজিতের দেওয়া তথ্য মতে তাকে আটক করা হয়। আটকের পর আঙ্গুরকে নিয়ে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার (১২ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে তাকে ছুরিকাঘাত করে পুণজিৎ দাসসহ আরও ৪/৫ জন ছাত্রলীগ কর্মী। এতে গুরুতর আহত হন তিনি। পরে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেলে তার মৃত্যু হয়।

এই ঘটনায় এখন পর্যন্ত তিন ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এনইউ/এএএন/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।