ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি, ফুলছড়িতে ১৪৪ ধারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি, ফুলছড়িতে ১৪৪ ধারা

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে একই সময় ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপ সভা ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আউয়াল এ আদেশ জারি করেন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

তিনি বলেন, ফুলছড়ি উপজেলা ছাত্রলীগ ও উদাখালি ইউনিয়ন ছাত্রলীগের মধ্যে দলীয় কোন্দল রয়েছে। উভয়পক্ষ সকালে উপজেলা পরিষদ চত্বরে শোকসভা ও র‌্যালির আয়োজন করে। এতে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের ১৭শ’ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে জানান,  ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।