ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

মাহমুদুরের সাজার প্রতিবাদে সাংবাদিকদের সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
মাহমুদুরের সাজার প্রতিবাদে সাংবাদিকদের সমাবেশ ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুর্নীতির মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সাজার প্রতিবাদে সমাবেশ করেছেন বিএনপিপন্থি সাংবাদিকরা। সমাবেশে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন তারা।



বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতির মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরেও এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ রায় ঘোষণা করেন রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত।

তাৎক্ষণিক এ রায়ের প্রতিবাদে বিএনপিপন্থি সাংবাদিকরা বিক্ষোভ সমাবেশ শুরু করলে পুলিশ বাধা দেয় এবং ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শাফিয়ার বলেন, ওপরের নির্দেশে সমাবেশ বন্ধে প্রথমে নিষেধাজ্ঞা ছিল। পরে টেলিফোনে যোগাযোগ করা হলে সমাবেশের অনুমতি দেওয়া হয়।
 
সমাবেশে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, আমরা মাহমুদুর রহমানের রায়ে সংক্ষুব্ধ।

তিনি বলেন, যারা ন্যয়বিচার চান না, গণতন্ত্র চান না, সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিক নির্যাতনের বিচার চান না তারাই এ ধরনের কর্মসূচিতে পুলিশ দিয়ে বাধা দেন।  

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, কোনো রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না। যতদিন পর্যন্ত সাংবাদিক নির্যাতন এবং বন্ধ মিডিয়া চালু না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-  ডিইউজের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এফবি/বিএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।